|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে প্রচারে পাহাড়ের নেতারা।একদিকে রাজু বিস্ত,অন্যদিকে বিনয় তামাং শিলিগুড়িতে প্রচারে আসছেন বলে খবর।এরা মুলত যেই সব ওয়ার্ডে ননবেঙ্গলী প্রার্থী আছেন সেসব জায়গায় প্রচার করবেন।তবে পাহাড়ের নেতারা
শিলিগুড়িতে ভোটের হাওয়া কতখানি পরিবর্তন করতে পারবেন সেটা এখন সময় বলে দেবে।কারন কোভিডের কারনে কোন মানুষই পছন্দ করছেন না,কেউ কারো বাড়িতে যাতায়াত করুক।তাই পাহাড়ের নেতারা শিলিগুড়িতে এসে ভোটের হাওয়া পরিবর্তন করতে পারবেন না সেটাই মনে করছেন শিলিগুড়ির মানুষ। শিলিগুড়িতে এখন সবদলই চাইছে পুরসভা দখল করতে,সে যেভাবেই হোক না কেন তবে পাহাড়ের নেতাদের নিয়ে এসে যে কিছুটা হলেও শিলিগুড়ির রাজনৈতিক হাওয়ার পরিবর্তন ঘটে যেতে পারে সেটা মনে করছেন শিলিগুড়ির কিছু রাজনৈতিক কর্মীদের একাংশ।