নম্র ভাবে হিন্দুত্ববাদ কে সমর্থন, বিজেপির নকল করতে গেলে কংগ্রেস শেষ হয়ে যাবে মন্তব্য কংগ্রেস সাংসদ শশী থারুর

নতুন গতি ওয়েব ডেস্ক: বিজেপির নকল করতে গিয়ে কংগ্রেস যদি তার ‘নিজস্বতা’কে বিসর্জন দিয়ে ‘নরম হিন্দুত্বর’ পথে হাঁটতে চায় তাহলে কংগ্রেস শূন্য হয়ে যাবে। ঠিক এই ভাষাতেই দলকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। থারুর আরও বলেন কেন্দ্রের শাসক দল বিজেপি যদি সংবিধান থেকে ‘ধর্ম নিরপেক্ষ’ শধবন্ধটি বাদও দিয়ে দেয় তা হলেও দেশের ধর্ম নিরপেক্ষ চেহারা অটুট থাকবে। নিজের লেখা বই ‘দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং’ (ঐক্যবদ্ধ হওয়ার যুদ্ধ) প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন থারুর। কংগ্রেস কি ‘নরম হিন্দুত্ব’র পথে হাঁটছে না? এই প্রশ্নের জবাবে থারুর বলেন কংগ্রেস যদি ‘হালকা বিজেপি’ হওয়ার চেষ্টা করে তাহলে তারা ‘বিগ জিরো’ হয়ে যাবে।

     

    কংগ্রেস কোনও দিক থেকেই বিজেপির মতো নয়। তাই আমাদের বিজেপির হালকা সংস্করণ হওয়ার চেষ্টা করে কোনও লাভ নেই। হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদকে কংগ্রেস যে আলাদা করে দেখে তা স্পষ্ট করতে গিয়ে রাহুল গান্ধির প্রসঙ্গ উপস্থাপন করেন থারুর। বলেন রাহুল গান্ধি নিজে মন্দিরে যান। কারণ তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন। কিন্তু কোনও ধরনের হিন্দু ধর্মান্ধতায় তাঁর সায় নেই। তা সে নরম হিন্দুত্ব হোক বা উগ্র হিন্দুত্ব। কংগ্রেস হিন্দু ধর্মকে সম্মান করে। দেশে ধর্মনিরপেক্ষতা যে সংকটের মুখে তা স্বীকার করে নিয়ে থারুর বলেন ধর্মপালনের স্বাধীনতা ধর্মীয় আচরণের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা,সংখ্যালঘুর অধিকার সবই দেশের সাংবিধানের অন্তর্গত। একে কোনওভাবেই বদলে ফেলা যাবে না। সাম্প্রদায়িক বিদ্বেষকে ‘ফ্রাঙ্কেস্টাইনের দানব’-এর সঙ্গেও তুলনা করেন শশী। উল্লেখ্য ফ্রাঙ্কেস্টাইন উপন্যাসের প্রধান চরিত্র বিজ্ঞানী ফ্রাঙ্কেস্টাইন ল্যাবরেটরিতে একটি দানব সৃষ্টি করেন। পরে সেই দানবই তাঁর জীবনে সবথেকে বড় হুমকি হয়ে দাঁড়ায়।