রাতের অন্ধকারে চাষির ঝাড়া ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ঘাটালে

শুভ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর: অন্ধকারে চাষির ঝাড়া ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল‌ ঘাটাল মহকুমার দুটি জায়গায়। দিনভর চলল চাষির হাহাকার। চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনসুকার বলরামপুর এলাকায়। দাউ দাউ করে জ্বলছিল ঝাড়া ধান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চতুর্দিক। যাঁরা পরে দেখতে পান, কোনওমতে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, ততক্ষণে পুড়ে গিয়েছে অর্ধেকেরও বেশি সম্পত্তি।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মনশুকার বলরামপুর মাঠে ধান ঝেড়ে রেখেছিলেন মোহন পোড়ে নামে এক চাষি। সন্ধ্যা হয়ে যাওয়ায় তিনি বাড়িতে ঝাড়া ধানগুলি নিয়ে যেতে পারেনি। মাঠেই চাপা দিয়ে রেখে চলে যান তিনি। মঙ্গলবার সকালে মাঠে এসে চক্ষু চরক গাছ চাষির। অভিযোগ, তার ঝেড়ে রাখা সমস্ত ধান কে বা কারা আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বিষয়টি ঘাটাল থানার পুলিশকে জানানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ মনে করা হচ্ছে পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা।  ঘটনার আকস্মিকতায় রীতিমতো বাকরুদ্ধ  মোহন পোড়ে নামে ওই চাষি। টাকা ধার নিয়ে তিনি চাষ করেছিলেন। আনুমানিক ১০-১২ হাজার টাকার ফসল পুড়ে গিয়েছে বলে চাষির দাবি। পরিবারের একমাত্র রোজগেরে তিনিই। এই মরসুমে ফসল এভাবে পুড়িয়ে দেওয়ায় কার্যত দিশেহারা ওই চাষি। কেউ শত্রুতা করেই এই কাজ করেছেন বলে দাবি তাঁরও। কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও সন্দেহজনক ব্যক্তির নাম পুলিশকে জানাতে পারেননি। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
অন্যদিকে একই দিনে দাসপুর এলাকায় বিঘের পর বিঘে জমির পাকা ধানে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা,যাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানা চাঁদপুর এলাকায়, জানা যায় চাঁদপুর এলাকার কৃষক অশোক হাইত, তিলকা গুছাইদ সহ বেশ কয়েকজন কৃষকের প্রায় এক বিঘে জমির পাকা ধানসহ কাটা ধান ইচ্ছাকৃতভাবে কে বা কারা আগুন ধরিয়ে দেয়, ধানে আগুন দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা, তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, জমির সমস্ত ধান পুড়ে ছাই হয়ে গেছে, এখন আমরা খাব কি, ইতিমধ্যেই পুরো বিষয়টি দাসপুর থানায় জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। পাকা ধানে ধানে আগুন লাগার এই ঘটনা মহকুমা জুড়ে প্রথম নয় কয়েকদিন ধরেই চাষীদের পাকা ধানে আগুন লাগার ঘটনা ঘটেই চলেছে ঘাটাল মহকুমা জুড়ে, এখন দেখার ধানে আগুন লাগানো দুষ্কৃতীদের কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই তাকিয়ে ঘাটাল মহাকুমার কৃষকেরা।