বায়ুসেনার চপারে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল মোতায়েন করলো ভারত

দেবজিৎ মুখার্জি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিলো ভারত। এবার বায়ুসেনার চপারে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল করা হলো মোতায়েন।

    বায়ুসেনা সূত্রে খবর, রাশিয়া থেকে কেনা ‘Mi-17V5’ অ্যাটাক হেলিকপ্টারগুলিতে বসানো হয়েছে ইজরায়েলি ট্যাঙ্ক বিধ্বংসী স্পাইক মিসাইল। প্রায় ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সহজে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। এর বিশেষত্ব হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দৃষ্টিসীমার বাইরে গিয়ে নির্ধারিত নিশানায় আছড়ে পড়তে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

    উল্লেখ্য, গালওয়ান সংঘর্ষের পরই পূর্ব লাদাখে বিশাল সংখ্যক ট্যাঙ্ক মোতায়েন করে চিনের সেনাবাহিনী। এবার সেই বাহিনীকে জবাব দিতেই বায়ুসেনার চপারে ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল মোতায়েন করল ভারত।