বরফে আটকে পরা ১৬জনকে সেনাদের উদ্ধার করার ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা

নতুন গতি নিউজ ডেস্ক: অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারতীয় সেনা। প্রায় ১৫ কিলোমিটার পথ হেঁটে তাঁরা উদ্ধার করলেন বরফে আটকে পরা ১৬জনকে।

    জানা গিয়েছে, টানা তুষারপাত হচ্ছিল সেই জায়গায়। বরফ পড়ার ফলে চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে ১৬টি প্রাণকে বাঁচিয়ে আনেন ভারতীয় সেনা।

    মহম্মদ আশরফ নামে উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেছেন “হঠাতই বরফ পড়তে শুরু করে। বরফের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা। দুপুর আড়াইটে-তিনটে নাগাদ আটকে পড়ি আমরা। তারপরেই শুরু হয় দুশ্চিন্তা, কী করে নিরাপদে ফিরে আসবেন তাঁরা। আমাদের গাড়ি আটকে যায় বরফে। এমতাবস্থায় আমরা স্থানীয় অধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন আটকে পড়া মানুষকে। ঠান্ডায় দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে তাঁদের শরীর খারাপ হয়ে গিয়েছিল। তাঁদের প্রয়োজনীয় ওষুধ, খাবারও দেন সেনারা। ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার। আমাদের প্রাণ বাঁচানোর জন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই।”

    ভারতীয় সেনার এই মানবিক রূপ দেখে আপ্লুত নেটিজেনরা।