|
---|
শিলিগুড়ি: এবারে চাকরি বিতর্ক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও।শিলিগুড়ির প্রাক্তন এক মহিলা কাউন্সিলার এবং এক তৃণমূল নেতার স্ত্রী এর বিরুদ্ধে এই চাকরী করবার অভিযোগ উঠল।অভিযোগ বছর তিনেক আগে ওই কাউন্সিলার মেডিক্যাল কলেজে ল্যাব আসিষ্টান্ট এবং ওই তৃণমূল নেতার স্ত্রী ক্লার্ক পদে যোগ দেন।তারা যোগ্যতা না থাকলেও চাকরিতে যোগ দেন বলে অভিযোগ।যদিও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওই মহিলা কাউন্সিলারের বক্তব্যে তিনি তার যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছেন।আর ওই তৃণমূল নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চান নি।
এই দুই তৃণমূল নেতৃত্বের খবর প্রকাশ্য আসতেই সমালোচনায় মুখর হয়েছেন দুই বিরোধী মুখ সিপিএমের অশোক ভট্টাচার্য্য এবং বিজেপীর শঙ্কর ঘোষ।তারা জানিয়েছেন জনগনের চোখের সামনে দিয়ে চাকরির দুর্নীতি চলছে।যোগ্য লোকেদের চাকরির অভাব আর অযোগ্য লোকেরা মাসের পর মাস বেতন তুলছেন,আর মুখ্যমন্ত্রী সব জেনেও চুপ করে আছেন। বামফ্রন্ট আগামীদিনে এর বিরুদ্ধে আমরন অনশনে নামবে।অন্যদিকে বিজেপীর শঙ্কর ঘোষ জানালেন চাকরি নেই,অথচ পিছন দিয়ে সব চাকরি হচ্ছে,এর প্রতিবাদে বিজেপী সারা বাংলা জুড়ে আন্দোলন শুরু করবে।