|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ জানালো পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস কৃষাণ ক্ষেত মজুর সেল। বুধবার, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও কৃষাণ ক্ষেত মজুর সেলের ব্যাবস্থাপনায় সকাল ১০ টা থেকে ১২ টা দুঘণ্টা মাঠে নেমে আলে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে যোগ দেন পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি,সহ সভাপতি প্রভাত মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সিং, ব্লক যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, কৃষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি নব পাল, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, সুব্রত দত্ত, শাহজাহান মিদ্যা, জেলা কমিটির সদস্যগন, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের প্রতিটি অঞ্চল ও বুথ নেতৃত্ব।