খানাকুল থানার বালিপুর উত্তর পাড়া এলাকার শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন।

সংবাদদাতা : করোনা ভাইরাস আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন৷ মানুষ ঘরবন্দি৷ ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র দিনমজুররা৷ তাদের অন্নসংকট কাটাতে অনেকেই নানাভাবে উদ্যোগ নিচ্ছেন৷ হুগলির খানাকুল থানার অন্তর্গত বালিপুর উত্তর পাড়া এলাকার শতাধিক পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন বাহারুল ইসলাম, ইয়াসিন আলি প্রমুখরা৷

    কোনওরকম জমায়েত ছাড়াই বাহারুল ইসলাম, সেখ ইয়াসিন আলি, সেখ আলি হোসেনরা খাদ্যসামগ্রী দুঃস্থদের বাড়ি পোঁছে দেন।এরকম কাজ যেন আরও সকলে তাদের সাধ্যমত করে তার আহ্বান জানান তারা৷ এই মহৎ কাজে বাহারুল, আলি হোসেন ছাড়াও গ্রামের বিশিষ্টজন অগ্রণী ভূমিকা নেন। সোমবার সন্ধ্যায় তারা দরিদ্র পরিবারগুলির হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ির প্যাকেট তুলে দেন৷ আগামীতে যতদিন লকডাউন চলবে ততদিন যাতে এলাকার কোনও লোকের অসুবিধা না হয়, তার জন্য আমরা আরও প্রস্তুতি নিয়ে রেখেছি, জানান এই সাহায্যকারীরা৷