|
---|
নিজস্ব সংবাদদাতা :মালদার গঙ্গায় আবার বৃহৎ কুমির উদ্ধার। মোথাবাড়ি থানার কালিয়াচক ২ নম্বর ব্লকের অন্তরগত এলকায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার করা হয় একটি বড়সড় কুমির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে জেলেরা যখন গঙ্গায় মাছ ধরতে যান তখন তাদের জালে একটি কুমির ধরা পরে। রাত দুটো নাগাদ ওই কুমিরটিকে জাল সহ নদীর পাড়ে তোলেন জেলেরা। বুধবার সকালে এই ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা সেখানে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। কুমির ধরা পড়ার খবর সামনে আসতেই এদিন সকাল থেকে রাজনগর ঘাটে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। জানা গেছে কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা। কুমিরটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে গাজলের আদিনা ফরেস্টে রাখা হয়েছে। সেখানে কুমিরটির দেখ ভাল করার কাজ চলছে। বন দপ্তর সূত্রে জানা যায়, প্রায় মাসখানেক ধরে কুমিরটিকে মাঝে মাঝে ওই এলাকায় দেখা যাচ্ছিল। কালিয়াচক রেঞ্জের বনকর্মীরা কুমিরটির উপর নজর রাখছিল। এই দিন সকালে কুমিরটিকে উদ্ধার করবার পড়ে গাজলের আদিনা ফরেস্টে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষের নির্দেশে অনুসারে কুমিরটিকে যথাযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।