অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে বাম কংগ্রেসের ডেপুটেশন সাঁইথিয়া থানায়

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন যাহাতে হয় ও সাধারণ মানুষ কোন অভিযোগপত্র জমা দিতে গেলে নেওয়া হয় এই রূপ কয়েক দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার সাঁইথিয়া থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়।

     আজকের ডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে ছিল যে,আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাসন কে উপযুক্ত ভূমিকা পালন করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা চাই।

    মানুষ সমস্যায় পড়লে উপযুক্ত সহায়তা এবং আক্রান্ত হলে অভিযোগ গ্রহন করতে হবে।

    পুলিশ প্রশাসন কে জনসাধারণের আস্থা অর্জনের উপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ কে সদা তৎপর থাকতে হবে ।

    এই দাবিতেই সিপিআই(এম)-সহ বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাঁইথিয়া থানায় ডেপুটেশন দেওয়া হয়।উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লক কংগ্রেস সভাপতি আবুল কালাম সেখ ও কার্যকরী সভাপতি অসীম ব্যানার্জি,বামফ্রন্টের পক্ষে ছিলেন ধ্রুব সেন বীরেশ্বর দত্ত জুরান বাগদি প্রমুখ নেতৃত্ব।