শিলিগুড়ি নির্বাচনের প্রার্থীর নাম ঘোষনার অপেক্ষায় স্থানীয় মানুষ

শিলিগুড়ি: আজকেই কি চুড়ান্ত নাম ঘোষনা?একেবারে নিশ্চুপ তৃণমূল কংগ্রেস।আজই চুড়ান্ত নাম ঘোষনা তৃণমূলের,শিলিগুড়ির ভোট 22শে জানুয়ারী ঘোষনার পরই তৃণমূল কংগ্রেসের ভীতরে একটাই আওয়াজ কে?কে সেই ওয়ার্ডের চুড়ান্ত ব্যক্তি?নানান অশান্তি পার করে আজ বিকেলেই চুড়ান্ত নাম ঘোষনা হতে পারে তৃণমূলের।শিলিগুড়ির নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে,চরম গোষ্ঠীদন্দের মধ্যে দিয়েই চলছিলো তৃণমূলের তৈরী হওয়া।তবে সবাই মনে করছেন একবার নাম ঘোষনা হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে।তবে তৃণমূলের বেশকিছু কাউন্সিলারের টিকিট প্রায় পাকা বলে খবর পাওয়া গেছে।এদের মধ্যে দুলাল দত্ত,মানিক দে এবং শ্রাবনী দত্ত উল্লেখযোগ্য।এছারা গৌতম দেব,রঞ্জন সরকার আর রঞ্জন শীলশর্মা আছেন।

    তবে চুড়ান্ত নাম ঘোষনার অপেক্ষায় মানুষ এবং অগনিত তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা।পিছিয়ে নেই অন্যান্য দলগুলিও সিপিএম আবার অশোক ভট্টাচার্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বলে খবর।শিলিগুড়িতে তৃণমূল এবারে যেভাবেই হোক পুরসভা দখল করতে বদ্বপরিকর তৃণমূল,তাই প্রার্থী নির্বাচন নিয়ে আর কোন ঝুঁকি নিতে চাইছেন না তারা,চুড়ান্ত প্রার্থী ঘোষনা খুব ভেবে চিন্তা করেই করবে তৃণমূল,তবে যাই হোক এত কিছু ঘটনার পরে গৌতম দেব যে শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেনই সেটা কেউ বলতে পারছেন না।আজকের ঘোষণার পরেই বোঝা যাবে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের পায়ের জমি কতটা শক্ত হয়েছে।