|
---|
মগরাহাট পশ্চিম ব্লক যুব ও ছাত্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদির সুরক্ষা কবচ নিয়ে সংবাদিক সম্মেলন
বাইজিদ মণ্ডল, উস্থী:- সারা রাজ্যের পাশাপাশি এদিন দিদির সুরক্ষা কবজ নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল ও ছাত্র তৃণমূল নেতৃত্বরা। বুধবার বিকালে মা বিজলী কমপ্লেক্সে এই সাংবাদিক সম্মেলন করেন মগরাহাট ১নম্বর ব্লকের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা,এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ১নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মানবেন্দ্র মণ্ডল,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা সঙ্গীতা হালদার, মগরাহাট ১নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ নুরুজ্জামান,ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর রায়হানা পারভিন,ব্লকের সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট তৌফিক আহমেদ মোল্লা সহ ব্লকের সকল নেতৃত্ব ও অন্যান্যরা। যুব সভাপতি ইমরান হাসান মোল্লা জানান, দিদির যে জনহিতকর প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি নিয়ে মগরাহাট পশ্চিম ১নম্বর ব্লকের মধ্যে বিভিন্ন বাড়িতে যাওয়া হবে। সর্ব সাধারণ লোকজনদের সাথে কথা বলা হবে। যারা সরকারি প্রকল্প পাচ্ছেন না তাদের এই প্রকল্পের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় তা দেখা হবে।