|
---|
বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির
নতুন গতি প্রতিবেদক : দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের অন্তর্গত বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক শিবির। উপস্থিত ছিলেন ইতালির Skychildren Organisation এর ৪ সদস্যা, নারায়ণপুর অঞ্চল প্রধান সালাউদ্দিন সরদার, মাদ্রাসার সুপার আব্দুল রাজ্জাক মন্ডল, পরিচালন সমিতির সম্পাদক
হালিম জমাদার, মোসারফ লস্কর (কর্মধ্যক্ষ),
উপপ্রধান মিনতি, বিশিষ্ট সমাজসেবী সাইদুল সেখ, হাফিজুর রহমান, মিলন মন্ডল , CINI প্রতিনিধি বাবু, দেবার্ঘ, সুজয় সহ ICDS ও ASHA কর্মীরা এবং আরো অনেকেই।