করোনা আবহে দীর্ঘ ৮ মাস পর মালদায় স্কুল খোলায় খুশি পড়ুয়া থেকে শিক্ষক-‌শিক্ষিকারা

নতুন গতি , মালদা:‌ করোনা আবহে দীর্ঘ ৮ মাস পর শুক্রবার থেকে স্কুলগুলি খুললো। এতদিন বাদে স্কুল খোলায় খুশি পড়ুয়া থেকে শিক্ষক-‌শিক্ষিকারা। যদিও বাম ও কংগ্রেসের ডাকা হরতালের মধ্যে স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন দেখা গিয়েছে মালদার হবিবপুর ব্লকের আইহো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রীতিমতো থার্মাল ক্রিনিং করে পড়ুয়াদের স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। তারপর করোনা বিধি মেনে চলার বিভিন্ন নিয়মাবলীতে চোখ বোলাতে পড়ুয়াদের বলা হয়েছে এদিন। অবাঞ্ছিত পড়ুয়াদের স্কুলের ঢোকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশিকা মেনে এদিন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হল এদিন থেকে। এবিষয়ে বর্তমান আইহো উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষাক নব কুবার বিশ্বাস বলেন ‘‌সরকারি নির্দেশিকা মেনেই স্কুলে ছাত্র ছাত্রীদের মাস্ক পরে প্রবেশ করানো হয়েছে এবং স্যানিটাইজার ব্যবহার ও ক্লাসে স্যোসাল ডিস্টেন্স বজায় রেখে বসানো হয়েছে। একটি ব্রেঞ্চে দুই জন করে বসানো হয়েছে ছাত্র ছাত্রীদের এবং একটি ক্লাসে ছাত্র ছাত্রীদের ঘর ভাগ করে দেওয়া হয়েছে। যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে।’‌ এই বিষয়ে এক ছাত্রী অনুষ্কা বিশ্বাস বলে, ‘‌প্রায় আট মাস পরে স্কুল খুলেছে। আজ খুব খুশি আমরা।’‌