|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি পাচারকারীসহ দুইজনকে গ্রেপ্তার করল মালদার হবিবপুর থানার পুলিশ। গোপন সূত্রের খবর অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। এক বাড়িতে আশ্রয় দিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের পাচারকারীকে এমনটাই জানাচ্ছে পুলিশ। ফলে ওই বাড়ির গৃহকর্তা কেউ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় দুইজনকে আদালতে পেশ করে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর পুলিশের দল অভিযান চালায় আইহ অঞ্চলের চাপায় চণ্ডীপুর গ্রামে।ধৃত বাংলাদেশির নাম ফারুক শেখ।বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার বাসিন্দা। গৃহকর্তা জয়দেব মাহাতো তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ উদ্ধার করেছে বাংলাদেশি পাচারকারীর কাছ থেকে একটি জাল আধারকার্ড ও একটি মোবাইল ফোন। ঘটনায় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সঙ্গে আরও বেশ কয়েকজন বাড়িতে আশ্রয় নিয়েছিল। সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার কার্যকলাপের জন্য এই বাড়ি ব্যবহার করা হতো বলেই অনুমান পুলিশের। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ