|
---|
বাঁকুড়া: গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে , সেখানে দেখা গেছে একজন যুবক একটি ইলেকট্রিক পোস্টের লাইনে উঠে একটি পাখির জীবন বাঁচাতে এগিয়ে এসেছে , আজ কি জানালেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতলের সেই যুবক বাকিবিল্লা খান ও তার সহযোগীরা।
বাকিবিল্লা খান একজন বেকার যুবক সংসার চালাতে ছোট একটি ইলেকট্রিক দোকান খুলেছেন কোন রকমে । তার সহযোগীরাও ছোট ছোট দোকান খুলে সংসার চালান ।
গতকাল ঐ মুহুর্তের ভিডিওটি ধারণ করে স্থানীয় একজন পুলিশের কর্মী সরফুদ্দিন শা ।
তারপর সেটি সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন নজরুল মণ্ডল আর তারপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। স্থানীয় মানুষজন এই কাজের জন্য তাকে ও তার বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন।