|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: টোকিওয় প্যারালিম্পিক্সের ১১তম ব্যাডমিন্টন থেকে একাধিক পদক আগেই সুনিশ্চিত করেছিল ভারতীয় শাটলাররা। স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া করলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল বঙ্গসন্তান মনোজ সরকারের। হতাশ করেননি মনোজ। টোকিওয় ভারতের হয়ে ১৭তম পদক ও ষষ্ঠতম ব্রোঞ্জ জিতলেন মনোজ।
SL3 বিভাগে ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনোজ মুখোমুখি হয়েছিলেন জাপানের দাইসুকে ফুজিহারার বিরুদ্ধে। সেমিফাইনালে মনোজ, বিশ্বের দুই নম্বর শাটলার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের বিরুদ্ধে হেরে যাওয়ায় অল ইন্ডিয়ান ফাইনাল না হওয়ায় কিছুটা হলেও আশাহত হয়েছিলেন ভারতীয় সমর্থকরা। তবে ব্রোঞ্জ জিতে সকলকে গর্বিত করলেন ভারতীয় শাটলার।
প্রথম গেমে থেকে দুই শাটলার একে অপরকে এক চুলও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন। দুইজনেই গেমের আলাদা আলাদা পর্যায়ে পিছিয়ে পড়েও কামব্যাক করেন। অবশেষে ২৭ মিনিটের লড়াইয়ে ২২-২০ ব্যবধানে প্রথম গেম জেতেন মনোজ। দ্বিতীয় গেমে শুরুটা ভালই করেন মনোজ।
জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম থেকেই লিড বজায় রাখছিলেন তিনি। অবশেষে, ১৯ মিনিটের দ্বিতীয় গেমও ২১-১৩ ব্যবধানে জিতে নেন মনোজ। স্ট্রেট গেমে ম্যাচ জিতে SL3 ব্যাডমিন্টন বিভাগে প্রমোদ ভগতের সোনা জয়ের পর দিনের দ্বিতীয় পদক সুনিশ্চিত করেন মনোজ। ব্যাডমিন্টনে এখনও একাধিক স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে ভারতের সামনে।