|
---|
হুগলি: হুগলির সিঙ্গুর এলাকার মোস্তফাপুর গ্রামে অনুষ্ঠিত হল ইফতার বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান।এটির আয়োজন করে অলবেঙ্গল মাইনোরিটি এসোসিয়েশন।
প্রায় (তিরিশ জন )রোজাদারের হাতে ইফতার সামগ্রি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন (আবমার)সিঙ্গুর ব্লক আহবায়ক মফিজুর রহমান।কামারকুণ্ডু কিডস,জন ইষ্কুলের শিক্ষিকা অর্পিতা মিত্র, জেসমিন বেগম,সমাজ সেবক মাসুম,মনসুর রহমান,আরো অনেকে,মফিজুর রহমান বলেন আমরা বিভিন্ন সমাজ সেবা মুলক কাজ করে থাকি। যেমন মানুষের মাঝে সচেতনতা আনার জন্য সচেতন শিবির থেকে নিয়ে বস্ত্রবিতরন ছাত্রছাত্রীদের উৎসাহ দান ইত্যাদি। আমরা মনে করি মানব সেবাই আমিদের কাম্য ইফতার বিতরন অনুষ্টান থেকে ফাজিল পরিক্ষায় 532নং পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে,তাকে আবমার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।মফিজুর রহমানের দুয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।