বন্ধ হতে চলেছে সাহেবগঞ্জ লুপের একাধিক ট্রেন

 

    নতুন গতি নিউজ ডেক্স- সারা দেশজুড়ে চলছে করোনা আতঙ্ক, বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছে কিন্তু এর মধ্যেই হাওড়া ডিভিশনের সাহেবগঞ্জ লুপের একাধিক ট্রেন বাতিল হওয়ায় অসুবিধায় পড়তে চলেছেন বহু নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানানো হয়েছে রাজগীর প্যাসেঞ্জার, মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, জয়নগর প্যাসেঞ্জার, বারানসি এক্সপ্রেস এর মত ট্রেন গুলি বাতিল থাকবে এরফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে চলেছে সাহেবগঞ্জ লুপের পাকুড়, রাজগ্রাম, মুরার‌ই, রামপুরহাট প্রভৃতি রেলস্টেশন এলাকার মানুষরা। এমনিতেই রামপুরহাট থেকে পাকুড় পর্যন্ত পরিবহন ব্যবস্থা অত্যন্ত খারাপ তার উপরে আবার ট্রেন বাতিল। রাজগীর প্যাসেঞ্জার ও বারানসি এক্সপ্রেস ও জয়নগর প্যাসেঞ্জার আগামী 18 ই মার্চ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আপ ডাউন এ বন্ধ, ইন্টারসিটি এক্সপ্রেস মার্চের 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। সুদেব মন্ডল নামে এক নিত্যযাত্রী জানান মুরার‌ই রেল স্টেশন থেকে ট্রেন গুলো বাতিল থাকার কারণে আমরা বর্ধমান, হাওড়ার মত জায়গা গুলোতে ডাক্তার দেখাতে যেতে পারবো না, অনেক ছেলে-মেয়ে টিউশন পড়তে যাই এর ফলে চরম দুর্ভোগ স্বীকার হতে হবে আমাদেরকে। এর আগেও বহুবার রেল কর্তৃপক্ষ ট্রেন বাতিল করেছে কিন্তু তার পরিবর্তে পাকুড় থেকে রামপুরহাট পর্যন্ত বহুবার ট্রেনের দাবি জানানো হয়েছে কিন্তু তারা কোনমতেই রাজি হননি। এই ভাবে সাধারন মানুষকে বার বার হয়রান করার কোন মানেই হয়না।