|
---|
নদীয়ার মায়াপুর থেকে গোমূত্র কিনে পান করার পরে অসুস্থ
নিউজ ডেস্ক,ঝাড়গ্রাম: গোমূত্র পান করলেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে! এই ভাবনাচিন্তার জেরে গোমূত্র পান করে অসুস্থ হয়ে পড়লেন ঝাড়গ্রামের এক ব্যক্তির নাম শিবু গড়াই বয়স ৪০।গোমূত্র পান করার পর থেকে তাঁর গলা জ্বালা, পেটের যন্ত্রণা শুরু হয় বলেই দাবি। ওই যুবক বর্তমানে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি চিকিৎসকদের দাবি, আপাতত বিপন্মুক্ত তিনি। বাড়ি ঝাড়গ্রাম জামদার এলাকা বাসিন্দা শিবু গড়াই। বছর৪০ ওই ব্যক্তি শুনেছিলেন গোমূত্র পান করে করোনা ভাইরাস ভাইরাসকে ঠেকানো সম্ভব। নদীয়ার নবদ্বীপের মায়াপুর থেকে গোমূত্র কেনেন তিনি। ওই গোমূত্র পানের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গোমূত্র পান করা মাত্রই তাঁর গলা জ্বালা করতে শুরু করে। অসহ্য পেটের যন্ত্রণাও শুরু হয়। অস্বস্তিবোধ করেন শিবু। পরিজনদের শারীরিক অসুস্থতার কথা জানতে পারার পরই তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি শুরি হয় চিকিৎসা।এ প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, “ওই ব্যক্তি আপাতত এই হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত সুস্থ রয়েছেন।ইতিমধ্যে কলকাতায় গোমূত্র পার্টির আয়োজন করায় বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে কলকাতার পুলিশ বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।