আনন্দধারা বিদ্যামন্দিরের উদ্যোগে কৌতলা আদক পাড়ায় টেলেন্ট কম্পিটিশন ২০২৩ অনুষ্ঠিত হয়

বাইজিদ মণ্ডল মথুরাপুর:- মথুরাপুর ২নং ব্লকে কৌতলা আদক পাড়ায় আনন্দধারা বিদ্যামন্দিরের উদ‍্যোগে আজ মঙ্গল বার ২০২৩ Talent competition আয়োজন করেন। প্রতিযোগিতার মধ‍্যে ছিল আবৃত্তি, নৃত‍্য,গল্প পাঠ,ফ্রেন্সি ডেস কম্পিটিশান।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই বিদ‍্যালয়ে খুঁদে ছাত্র ছাত্রীরা।প্রত‍্যেকে ছাত্র ছাত্রী তাদের নিজের নিজের ভুমিকা অভিনয়ের মধ‍্যে তুলে ধরেন এবং সেই সম্পর্কে আলোচনাও রাখেন। আনন্দধারা শিশু বিদ‍্যামন্দিরের প্রধান শিক্ষিকা মাননিয়া মনীষা মন্ডল বলেন শিশুদের প্রতিভা বাড়ানোর জন‍্য এখন থেকে শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই প্রতিযোগিতার মধ‍্যদিয়ে শিশুদের মনোসংযোগ যেমন বাড়ে,তেমন সাহস ও বাড়ে,এই ধরনের অনুষ্ঠান থেকে বিভিন্ন ভাবে শিক্ষা অনুভব করে। সুন্দর অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর বিচারক হিসাবে উপস্থিত ছিলেন হিল্লোল মন্ডল (নাট‍্যকার), সুরঞ্জন চক্রবর্তী(সমাজ সেবক,নাট‍্য কার),তুহিন হালদার (ভারত নাট‍্যম),তাপস কাঁসারী(জি বাংলা),হিমাংশু দাস (শিক্ষক),পুন‌্যচন্দ্র দাস শিক্ষক ও অন‍্যান অতিথি বৃন্দ।প্রায় দুইশত ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিচারক সুরঞ্জন চক্রবর্তী বলেন ছোট ছোট ছেলে মেয়েদের তৈরী করার জন‍্য বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেমন ভাবে সময় দেন ঠিক সেই ভাবে প্রত‍্যক অভিভাবকদের ও সময় দিতে হবে।