|
---|
নিজস্ব সংবাদদাতা : ঘরের মধ্যে ঢুকে দিনে দুপুরে খুন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিল্লির ব্রিজ বিহার কলোনিতে। খুনের কারণ এখনও জানা যায়নি। পুলিশের তরফে জানা গেছে মৃতা মহিলার নাম সোনি।খুন হওয়ার সময় সোনির ভাই এবং ১০ বছরের বোন উপস্থিত ছিল বাড়িতে। জানা গেছে দুই বাইক আরোহী সোনির বাড়িতে এসে সোনি এবং ফোনে তার স্বামীর সঙ্গে কথা বলে কিন্তু ফিরে যাওয়ার সময় গুলি করে সোনিকে। ঘটনার পরপরই সোনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।বিগত ১ বছর ধরে সোনির সঙ্গে রয়েছেন তার দ্বিতীয় স্বামী। এর আগে দিল্লির গীতা কলোনিতে প্রথম স্বামীর সঙ্গে ওই মহিলা থাকতেন বলে জানা গেছে।
যদিও ঘটনার পেছনে সোনির প্রাক্তন স্বামীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন সোনির স্বামী।ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। তদন্তু শুরু করা হয়েছে। ঘটনাস্থলে পৌছেছে ফরেন্সিক টিম। খুনের বিভিন্ন কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।