মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা!গলা কেটে হত্যা করা হয়েছে এক এয়ার হোস্টেসকে

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা! ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ভয়বহ হত্যা। গলা কেটে হত্যা করা হয়েছে এক এয়ার হোস্টেসকে।

     

    মরোল এলাকায় একটি ফ্ল্যাট থেকে ২৩ বছর বয়সী এক এয়ার হোস্টেসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার এক মহিলা মৃত অবস্থায় ফ্ল্যাটে পড়ে রয়েছে বলে খবর পায় পুলিশ।পরে ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। নিজের বোন ও বন্ধুর সঙ্গে ফ্ল্যাটেই থাকতেন ওই যুবতী। ঘটনার পর থেকে শহরে নেই দু’জন।মৃতার বোন ও বন্ধু দুজনেই নিখোঁজ বলে জানা গিয়েছে। কেন এবং কারা যুবতীকে হত্যা করেছে তা নিয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পওয়াই থানার পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ।