|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক : গর্ভবতী অবস্থায় হাসপাতালে ভর্তি হলে রাতের দিকে প্রসব যন্ত্রনায় কাতরাতে থাকে উক্ত রোগী। হাসপাতাল নার্সদের বারবার কাকুতি মিনতি করলেও তারা নিজেদের ডিনার সারতে ব্যস্ত থাকে । অবশেষে মায়ের গর্ভ থেকে বাচ্চার গলা বেরিয়ে যায় । এমত অবস্থায় পড়ে থাকে উক্ত মা । ১ ঘণ্টা পরে নার্সরা আসেন । ততক্ষণ এ বাচ্চা মারা যায় ।
উক্ত গর্ভবতী মহিলার স্বামী ইতিমধ্যে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার কে লিখিত ভাবে জানান বিস্তারিত। এখন অব্ধি কোন রকম সমাধান বা হাসপাতাল কর্তৃপক্ষ তরফে কিছু পজিটিভ স্টেপ নেওয়া হয় নি বলে জাহিদ হোসেন ( উক্ত মহিলার স্বামী ) জানান।