কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের ঘোষপুর তৃণমূল কংগ্রেস এর উদোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে প্রতিবাদ সভাও পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয় । হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দলীপ যাদব, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডঃ গোপাল রায়,খানাকুল ব্লক সভাপতি অভিজিত্ বাগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাদাতুল্লাহ হোসেন হীরা, ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলী,প্রবীণ নেতা যতীন দিগের, যুব নেতা আজিজুল আলি মল্লিক, সহ অন্যান্য নেতৃত্ব কর্মীবৃনদ ।সকলেই বিজেপি সরকার জনবিরোধী নীতি ও কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে সরব হন,কৃষক শ্রমিক দের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন আমাদের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি।আর কেন্দ্রে বিজেপি সরকার একের পর এক বিল পাশ করে চলেছেন যা সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের পেটে লাথি মারছে, কত কৃষক আত্মহত্যা করেছে তার কোন হিসেব নেই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই কৃষক বিরোধী বিল এর বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা মিছিল বলে জানান প্রধান হায়দার আলী।