|
---|
নতুন গতি নিউজডেস্ক: ন্যায্য মূল্য পারিশ্রমিক চাইতে গেলে মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে | বুধবার সন্ধ্যা নাগাদ মালদা জেলার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের খিদিরপুর এলাকার ঘটনা | বুধবার খিদিরপুর এলাকায় বোল্ডারের কাজ হচ্ছিল বলে জানায় শ্রমিকরা সেই সময় ঠিকাদারের কাছে ন্যায্যমূল্য পাওনা চাইতে গেলে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ | এমনকি ন্যায্য মূল্য পারিশ্রমিক না পাওয়াতে বিক্ষোভ দেখায় শ্রমিকরা | তারপর শ্রমিকরা মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার ভালুকা ফাঁড়িতে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে | তদন্তে নেমেছে পুলিশ |