|
---|
নিজস্ব সংবাদদাতা, কালিয়াচক
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালিয়াচক থানার অন্তর্গত কালিয়াচক শহর গ্রন্থাগারে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । এদিন কালিয়াচক নতুন আলো সংস্থার উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদান করেন ।
সংগঠনের আলমগীর খান , সম্পাদক আবদুস সালাম, সভাপতি সুমিত সরকার প্রমুখ বলেন, জেলাতে রক্ত সংকট দূরীকরণে ও মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকলের মধ্যে ভাতৃত্ব বন্ধনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও প্রবীণ চিকিৎসক ড: ডি সরকার, কালিয়াচক গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা সরকার প্রমুখ ।