|
---|
হঠাৎই অগ্নিদগ্ধ হয়ে উঠল ভবানীপুরের বহুতল
নতুন গতি প্রতিবেদক : হঠাৎই অগ্নিদগ্ধ হয়ে উঠল ভবানীপুরের বহুতল। সোমবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের গ্যালেক্সি আবাসনের ১৫ তলায় আগুন লাগে।
আগুন লাগার কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ১৬তলায় আগুনের উৎস স্থল হওয়ায় দমকল কর্মীদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়না।
হাইড্রোলিক ল্যাডার সহ দমকল ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হয়। টানা ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ডিরেক্টর জেনারেল জগমোহন জানান,’সর্ট সার্কিট থেকে এই আগুনের প্রাথমিক উৎস স্থল’।ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।