|
---|
করোনা গুজব ছড়িয়ে গ্রেফতার এক মহিলা
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি: হোয়াটসঅ্যাপ গ্রুপে গুজব ছড়িয়ে গ্রেফতার এক মহিলা ঘটনাটি ঘটেছে, রবিবার নিউ আলিপুর থানা এলাকায় ‘স্মার্ট জুনিয়র’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এক মহিলার দেওয়া তথ্য যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। তিনি লিখেছিলেন, ‘নিউ আলিপুর এলাকায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রশাসন এই তথ্য সম্পূর্ণ চেপে গিয়েছেন’। নির্দিষ্ট অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। খোঁজ নিয়ে জানতে পারে নিউ আলিপুরের ব্লক-ই এলাকায় ক্যাঙ্গারু কিডস নামে এক কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে। ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। যিনি ওই মেসেজ ছড়িয়েছিলেন তাঁর নাম পল্লবী। ক্যাঙ্গারু কিডস নামে ওই গ্রুপে তাঁর লেখা রয়েছে। এরপরই পুলিশ যোগাযোগ করে ওই স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু বন্ধ থাকা ওই স্কুলের তরফ থেকে পল্লবী নামে কোনও কর্মী নেই। এরপর পুলিশ খোঁজ শুরু করেন অভিযুক্তের। কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলেই পুলিশ নিশ্চিন্ত হয় পল্লবী শিবানী নামে এক মহিলা ওই মেসেজ গ্রুপে ছড়িয়েছেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ৫০৫ (১) (বি) আইপিসি ধারায় মামলা দায়ের করেছে নিউ আলিপুর থানার পুলিশ।