কেন্না গ্রামের জাতিধর্ম নির্বিশেষে খাবার বিলি করা হয়।

নিজস্ব সংবাদদাতা : ৩০ মার্চ, সোমবার, পূর্ব বর্ধমানের কেন্না গ্রামের জাতিধর্ম নির্বিশেষে খাবার বিলি করা হয় ৩০০জন মানুষের মধ্যে। এই ভাবে দিকে দিকে সব মানুষ পাশে এসে দুস্থদের মধ্য খাদ্য বিলি করলে অনেকটা দুঃখ কষ্টো থেকে সহায়তা পাবে। করোনা ভাইরাস এর জন্য মুখ্যমন্ত্রী ২২মার্চ থেকে যে লকডাউন করে বাংলা অনেকটা সফলের দিকে এগিয়ে নিয়ে গেছে বলে মনে করেছেন বিশেজ্ঞরা। গোটা বিশ্ব যদি এই পদক্ষেপ নিত মৃত্যুর আশঙ্কা কম হত । মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় রেশন থেকে যে খাদ্য বাংলায় ফ্রীতে দেবেন এতে সকলে উপকৃত হবেন। করোনা ভাইরাস সচেতনতা করা ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্দ্যোগ নিয়ে ছিলো কেন্না গ্রামের উপপ্রধান জাহির হোসেন। নিয়ম মেনে গণ্ডির ভিতর থেকে এক এক করে খাদ্য সরবরাহ করা হয়, সহযোগিতা করেন এই গ্রামের সমাজসেবা কর্মীরা ওসমান মল্লিক, মহঃ আইচ, কাইউম সরকার,মহ নাসির, রাহুল,লোকন,বদন,সেখ সাফিউল প্রমুখরা।