শান্তিপূর্ণভাবে মহরম পালন করা নিয়ে বর্ধমান টাউন হলে প্রশাসনিক মিটিং হল

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান : আজ ১৭জুলাই, রবিবার বর্ধমান ঐতিহাসিক টাউন হলে, বর্ধমানের প্রশাসনিক মিটিং হল। উক্ত সভায় উপস্থিত ছিলেন যথা বর্ধমান জেলা কেন্দ্রীয় মহরম কমিটির সদস্য, ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,জেলার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, বিধায়ক।সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ঈদ কমিটির সভাপতি শাহাবুদ্দিন খান, সহ সভাপতি সমাজসেবী শেখ মনোয়ার হোসেন, সম্পাদক স্বপন মুখার্জী, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল, বর্ধমান সদর থানার আইসি সুকুমার চক্রবর্তী। সভা পরিচালনা করেন সাব ইন্সপেক্টর হাসান পারভেজ। আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী সুরক্ষা সমিতির অন্যতম কর্মকর্তা ওয়ানজি, সুরক্ষা সমিতির সম্পাদক মহেন্দ্র সিং সালুজা, সহযোদ্ধা পক্ষে সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অরূপ দাস ,কাউন্সিলর শেখ সাহেব, ও বিধায়ক খোকন দাস, বক্তব্য রাখেন। মিটিং এর মূল উদ্দেশ্য বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে মহরম পালন করা, আইনশৃঙ্খলা বজায় রাখা,মহরমের ঢাল,তাজিয়া ,আখড়া,প্রশাসনের অনুমতিতে বের করতে হবে। ডিজে ব্যবহার করা যাবে না, বিপদজনক কোন অস্ত্র প্রদর্শন হবে না।বর্ধমান সদর থানা ও প্রশাসনিক তরফ থেকে মহরম কমিটিগুলিকে যেমন পুরস্কৃত করা হয়। এ বছর বিধায়ক খোকন দাস জানালেন তিনিও শ্রেষ্ঠত্বের জন্য দু’লক্ষ ,দ্বিতীয় এক লক্ষ, তৃতীয় পঞ্চাশ হাজার টাকা, পুরস্কার প্রদান করবেন। এবং কেন্দ্রীয় মহরম কমিটিকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেবেন।