|
---|
নিজস্ব সংবাদদাতা : সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত রক্তদান শিবির, সম্প্রীতি সভা ও কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারাকপুরের সেলামপুর গ্রামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, শতাধিক রক্তদাতা পরেশ নাথ সরকার, শুভেন্দু দত্ত, সুবির কুমার সাহা, সিরাতের জেলা সম্পাদক সেখ সাবির আলি, রাজ্য সভাপতি সেখ আবু তালেব, আব্দুল আজিজ, সহ সম্পাদক ইসমাইল মন্ডল, সুপার পাওয়ার স্টুডেন্টস গ্রুপের সম্পাদক সেখ জাসমির, মুসা তরফদার, সেখ লালু প্রমুখ। অনুষ্ঠানে পুরুষ মহিলা মিলে ৫৫ জন রক্তদান করেন, ২৩ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। আবু সিদ্দিক খান বলেন যে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নজীর গড়েছিলেন মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জি আব্দুল কালাম।তাঁর বানী সমাজে প্রতিষ্ঠিত হলে দেশে, সমাজে রাহাজানি, হিংসা, নংরামী, সাম্প্রদায়িকতা বন্ধ হবে।