|
---|
নিজস্ব সংবাদদাতা- কবি ঈশ্বর গুপ্তের কথায় “এত ভঙ্গ বাংলাদেশে কিন্তু রঙ্গে ভরা”সত্যি বলতে কি বাঙলাতে পূজা – পার্বণ হবে অথচ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠবে না বাঙালি এটা কখনো হয় নাকি ! হালকা শীতের আমেজ পড়েছে, ঘাসের উপরও বিন্দু বিন্দু শিশির জমা শুরু । সেই সময়ই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল মুরারই থানার পাঁচগাছিয়া গ্রাম। সন্ধ্যা নামলেই যে গ্রামের বাতি নিভে আসে সেই গ্রামে হঠাৎই মনোরঞ্জনের মহড়া দেখতে পাওয়া গেল। মঙ্গলবার কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাঁচগাছিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে। পাঁচগাছিয়া যুবক ভাইদের উদ্যোগেই এই অনুষ্ঠানের সূচনা বলে উদ্যোক্তারা জানান ।এই অনুষ্ঠানে কচিকাঁচাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আবৃতি ,বসে আঁকো , অংক দৌড়, কুইজ প্রতিযোগিতায় কচিকাঁচাদের আগ্রহ দেখে মুগ্ধ হন উদ্যোক্তারা। প্রনতী ভাস্কর, চৈতি সাহার নাচ ক্যুইজ মাস্টার মেহেবুব হক ও সামসাদ হোসেনের অসাধারণ সঞ্চালনা অনুষ্ঠানের অন্য মাত্রা এনে দেয়। নাচের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন প্রীতি জয়সওয়াল ।অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপি দালাল। বাপি দালাল জানান অনুষ্ঠান মানুষের হৃদয়কে প্রসারিত করে, মানুষের দেহে ভালোবাসার এক গৃঢ় বন্ধন গড়ে তুলে। উৎসব মানুষের সুরুচি ও শিল্পবোধের বিকাশ ঘটায় তাই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।