আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল আবমা

নিজস্ব প্রতিবেদক, হুগলি:

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন । এদিনে হুগলির জয়মোল্লা মাদ্রাসা প্রাঙ্গণে একপথসভায় বক্তব্য রাখতে গিয়ে অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন সভাপতি আবু আফজাল জিন্না বলেন, ১৯৪৭ সালে অবিভক্তবাংলায় ভাষা আন্দোলন হয়।

    এবং ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারি সিকৃতি পায়। আবুলবরকত, আব্দুল জব্বার, মফিজুলদের রক্তের বিনিময় এ দিনটি সিকৃতি পায়। আরও বলেন বর্তমান পরিস্থিতিতে একশ্রেনি মানুষ দাঙ্গা লাগাতে চাইছে।

    আমরা বাংলা ভাষী মানুষ, শান্তিকামি মানুষ কখনই চাইনা বাংলায় দাঙ্গা লাগুক। দেশবাসির জন্য দোয়া করা হয়। দোয়া করেন। সিঙ্গুর থানার জয়মোল্লা মাদ্রাসার ওস্তাদ হাফেজ মাসুম মন্ডল। এলাকার শান্তিকামি, সমাজ কর্মি, হাজিসাহেব গন উপস্থিত হয়েছিলেন।