|
---|
নিজস্ব সংবাদদাতা; পানিঘাটা: পানিঘাটায় একটি নির্বাচনী জনসভাই বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিজেপি-র বিপক্ষে ভোট দিতে বলেন। তিনি বলেন যে, বিজেপি শুধু হিংসা ছড়াতে পারে এবং দাঙ্গা বাঁধাতে পারে। নদীয়ার মানুষ খুব শান্তিপূর্ণ। আর তাই নদীয়া আমার খুব প্রিয় জেলা। আমরা এখানে অনেক কাজ করেছি যার মধ্যে আছে- হাসপাতাল(এইমস-র জন্য জমি বরাদ্দ), বিশ্ববিদ্যালয়, পানীয় জল প্রকল্প, তাঁত প্রকল্প, মসলিন হাট, আই টি পার্ক ইত্যাদি।নবদ্বীপ এবং মায়াপুরকে হেরিটেজ নগর করে দেওয়া হয়েছে। এবার সাত দফায় নির্বাচন যা আগে কখনও হয়নি। তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে পুরো নদীয়া জেলা উপকৃত হয়েছে।
এর আগে ৩৪ বছর ক্ষমতায় থেকেও বামেরা এই জেলার জন্যে কিছুই করেনি। আমরা করছি, আগামীতে আরও করব।
এটা কেন্দ্রীয় সরকার বানানোর নির্বাচন। বিজেপি খুব বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কিছু করেনি; আমি তাদের কাছে হিসেব চেয়েছি যে মোদী সরকার গত পাঁচ বছরে কী করেছে?
আসামে NRC লাগু করে ২২ লাখ বাঙ্গালিকে বেঘর করতে চাইছে। এখানেও নাকি NRC লাগু করবে বলছে। আদিবাসী, দলিত আর সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে।
ওরা ১০ কোটি চাকরি দেবে বলেছিল, অথচ ২ কোটি মানুষ তাদের কাজ হারিয়েছেন। বলেছিল কালো টাকা নিয়ে এসে সবাইকে ১৫ লাখ দেবে, কিছুই দেইনি।
মোদী বাবু নিজের ইচ্ছেমতো মানুষের সঙ্গে ব্যবহার করবেন আর কেউ কিছু বললে আমরা নাকি অ্যান্টি-ন্যাশানল। আর ওরা রোজ রোজ মিথ্যে কথা বলে যাবেন। বিজেপি সারা দেশে বাজে ভাবে হারবে। তাই জন্যে বাংলায় ওরা গোলমাল বাঁধাতে চাইছে।
বিজেপি আমাদের বাড়িতে এলে মিষ্টি খেতে দেবেন যেমন অতিথিদের দেন, কিন্তু একটাও ভোট দেবেন না। ওরা সর্বত্র সকল ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা চালানোর চেষ্টা করছে।
ওরা আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, ওরা শুধু নিজস্ব হিন্দু ধর্মের প্রচার করতে চাইছে। আপনার ভোট দিয়ে ওদের গালে একটা চড় মারুন গণতান্ত্রিক ভাবে।
ওরা যে হিন্দু ধর্মের প্রচার করছে তা এখানে কেউ মানে না, শুধু ওরাই যাবে ওরা কি করতে চাইছে। আর তার সারমর্ম হচ্ছে অন্য ধর্মকে ঘৃণা করতে শেখানো যা আমাদের বাবা-মা শেখাইনি।
এখানে সব ধর্মের সন অনুষ্ঠান হয় যেটা হয়না সেটা হল বিজেপি আর মোদী। আমরা দুর্গা পুজার আয়োজকদের ১০,০০০ টাকা দিতে চেয়েছিলাম ওরা তখন কেস করেছিল।
আমিও হিন্দু ধর্মে বিশ্বাস করি কিন্তু অন্য ধর্মকেও যথাযথ সম্মান দিই। আমাদের হিন্দু ধর্ম শিখিয়েছেন স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংস- বিজেপি যা বলছে তা আমরা মানি না।
তাই এই ভোট খুব গুরুত্বপূর্ণ- আপনাদের ভোট দিয়ে বিজেপি-কে তাড়াতে হবে। কংগ্রেস বা সিপিএম-কেও ভোট দেবেন না। ওরা সব এক। তৃণমূল কংগ্রেস সারা জীবন লড়াই করে যাবে কিন্তু বিজেপি-র কাছে মাথা নোয়াবে না। আমরা আমাদের সমমনস্ক দলগুলি মিলে কেন্দ্রীয় সরকার গড়ব।
মমতা ব্যানার্জী বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের সরকার দেশের বৈচিত্রের মধ্যে ঐক্য, উন্নয়নের ধারাকে বজায় রাখবে। এই দেশটা আমাদের খুব প্রিয়। তাই আমাদের ভোট দিন। মহুয়া মৈত্র আমাদের বিধায়ক ছিলেন। আমি তাকে প্রার্থী করেছি। ও দিল্লী গিয়ে অনেক ভাল কাজ করবে। আমি নদীয়ায় আবার আসব। আপনারা সবাই জোড়া ফুল ছাপে ভোট দিন।