|
---|
ছয় বছর পর আই লিগে মহামেডান
নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরে এল মহামেডান স্পাের্টিং, দীর্ঘ ৬ বছর পর। শেষবার ২০১৩-১৪ মরশুমে আই লিগ খেলেছিল সাদা কালাে। সেবারই আই লিগ থেকে অবনমন হয়। তারপর চেষ্টা করেও আর তারা আই লিগে উঠতে পারেনি। শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান। শুক্রবার আই লিগ যােগ্যতার্জন পবের নির্ধারক ম্যাচে ভবানীপুরকে ২-০ গােলে হারিয়ে আই লিগের ছাড়পত্র পেয়ে গেল সাদা কালাে। দু’টি অর্ধে মহামেডানের হয়ে দু’টি গােল করেন ছাঙতে এবং গানি নিগম। এই ম্যাচ জেতার ফলে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগে যােগ্যতার্জন করল সাদা কালাে। এদিন ম্যাচের প্রথম থেকেই খেলার দখল ছিল মহামেডানেরই। ভবানীপুরের আক্রমণের একমাত্র অস্ত্র ফিলিপ আডজাকে বােতলবন্দি করে ফেলেছিল মহামেডান রক্ষণ। ফলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তাদের। উলটোদিকে ভবানীপুর
রক্ষণে যথেষ্ট ব্যস্ত থাকতে হয় কিংশুক দেবনাথ, অরিজিত বাগুইদের। বেশ কটি
ক্ষেত্রে পতন রক্ষা করেন শিলটন পাল। অবশ্য ২৪ মিনিটে সহজ সুযােগ নষ্ট
করেন ফিলিপ আডজা। তার শট পােসটে লেগে ফেরে। ২৭ মিনিটে ত্রিফলা
আক্রমণের ফসল হিসাবে গােল তুলে নেয় মহামেডান। প্লাজা, ফৈয়াজ হয়ে বল
পান ছাঙতে। শিলটনকে কাটিয়ে তিনি বল জালে রাখেন। বিরতিতে খেলার ফল
ছিল ১-০। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে ভবানীপুর। কিন্তু ৬৭
মিনিটে গনি নিগম মহামেডানকে ‘ইন্সিউরেন্স গােল এনে দেন। জয়ের পর উচ্ছাসে ফেটে পড়েন মহামেডান ফুটবলাররা।