|
---|
অতনু ঘোষের রিপোর্ট, মেমারি,পূর্ব বর্ধমান: করোনার মত অতিমারি রোগের সাথে লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস ও মেমারি 1 নম্বর ব্লক টোটো ইউনিয়নের যৌথ উদ্যোগে দেবীপুর স্টেশন সংলগ্ন বাজারে রাখি বন্ধন এর সাথে সাথে মাক্স বন্ধন উৎসব পালন করা হলো। এলাকাবাসীকে এবং সাধারণ পথচলতি মানুষকে এবং স্থানীয় ব্যবসায়ীগণ কে রাখি পড়ানোর সাথে সাথে করোনা প্রতিরোধে মাক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ, উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক প্রদোষ চ্যাটার্জী, জিতেন্দ্র সিং, বিল্লো মঙ্গল হাজরা সহ বাজারের ব্যবসায়ী ও মেমারি 1 নম্বর ব্লক কটি ইউনিয়নের সদস্যগণ।
এই করোনা পরিস্থিতিতে মাক্স ব্যবহার করা যে কতটা প্রয়োজন এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতন করেন দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ মহাশয় এবং পথচলতি মানুষকে মাক্স পরিয়ে দেন সাথে সাথে মহামারী করোনা সম্পর্কে সচেতন করেন। নিতাই ঘোষ আরও বলেন যে কিছু মানুষ এখনো পর্যন্ত মাক্স ব্যবহার করছে না, পরবর্তী সময়ে যাতে মানুষ আরো সচেতন করা যায় তার জন্য এই ধরনের প্রোগ্রাম তারা চালিয়ে যাবে অঞ্চলের বিভিন্ন বুথে।