|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আজই তার শুভ সূচনা হল সকাল ১১টায়, ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রদীপ জ্বালিয়ে ও ফিতা কেটে “দাতব্য চিকিৎসা কেন্দ্র” এর শুভসূচনা হয়। এবং প্রয়োজনীয় ৪০জন কে মেডিক্যাল কার্ড প্রদান করা হয়। ২০জনের রক্ত পরীক্ষা হয় এবং ৫৫জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়। প্রতি সপ্তাহে ৩দিন করে চিকিৎসা কেন্দ্রে ডাক্তার বাবুরা উপস্থিত থাকবেন নির্দিষ্ট সময়ে। “দাতব্য চিকিৎসা কেন্দ্রে” থেকে প্রায় সবধরনের চিকিৎসা পরিষেবা পাবে প্রয়োজনীয়রা জরুরি পরিষেবা বাদে। এছাড়াও “মেডিক্যাল কার্ড” এর মাধ্যেমে সমস্ত রকমের শারীরিক পরীক্ষায় ৫০% অবধি ছাড় ও ক্ষেত্র বিশেষে বিশেষ সুবিধে থাকছে। সঙ্গে থাকছে ওষুধ প্রদানের ব্যাবস্থাও। একই সঙ্গে আজ ১২০ জন স্কুল পড়ুয়া দের জুতো প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডা: অরিন্দম বিশ্বাস, ডা: অঙ্কুর মান্না, ডা: এস এ খান, ডা: স্বরূপ সাধু, সমাজসেবী রানা প্রপাত মুখার্জি, ইকবাল হোসেন, রামপ্রসাদ রায়, আজাহার উদ্দিন সরদার প্রমুখ। এরকম বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা হবে একই ছাদের নীচে থেকে প্রয়োজনীয় দের জন্য বিনামূল্যে সেই স্বপ্ন সংস্থার সদস্যরা প্রায় ২বছর আগে থেকে দেখা শুরু করেছে সেটি আজ সফল হলো কিছু সুহৃদ ব্যাক্তিবর্গ ও শুভা খাঙ্কি দের সাহায্যে। উদ্যোক্তার জানান, আগমিতে এরকম আরও বিশেষ বিশেষ কিছু পরিষেবা দেওয়ার পরিকল্পনা চলছে ও আগামীতে একটি অ্যাম্বুলেন্স সংস্থার পক্ষ থেকে সল্প খরচে মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাখা হবে।