বকেয়া মাত্র ২০০ টাকা, যার জেরে সঙ্গীকে খুন করে পুলিশ হেফাজতে যুবক

নিজস্ব সংবাদদাতা : বকেয়া মাত্র ২০০ টাকা, যার জেরে সঙ্গীকে খুন করে পুলিশ হেফাজতে যুবক। গত রবিবার হাওড়ার আইআর বেলিলিয়াস রোডে ঘর থেকে উদ্ধার হয় পেশায় লেবার কন্ট্রাক্টার বাবলু সিংহের মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ। সেই ঘটনার তদন্তে নেমে খুনের কারণ নিয়ে ধন্দে পরে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্ত মাখা হাতুড়ি উদ্ধার করে। ময়না তদন্তে উঠে আসে খুনের ধরন। হাতুড়ির একাধিক আঘাতে মৃত্যু হয় বাবলুর।

    কিন্তু কে খুন করল অজাত শত্রু বাবলুকে? পরিবার ও সঙ্গীদের থেকে কোনও ক্লু না পেয়ে হতবাক পুলিশ। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করে বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ। তবে সেই সিসিটিভি ফুটেজেও সেভাবে কোনও তথ্য মেলেনি। খুনের পরের দিন পুলিশ ঘরের ভিতরে তল্লাশির সময় বুঝতে পারেন মৃত বাবলুর মোবাইল খোয়া গিয়েছে। সেই মোবাইলের টাওয়ার লোকেশনে দেখা যায় খুনের দিনে গভীর রাতে বাবলুর মোবাইল টাওয়ার লোকেশন শিবপুরের দিকে পাওয়া যায়। এরপর রাস্তায় লাগানো সিসিটিভি একত্রিত করে এক যুবকে খোঁজ পায় পুলিশ। মৃত বাবলুর সঙ্গীরা সেই যুবকের পরিচয় জানতে পারে। এরপর শুরু হয় সেই যুবকের খোঁজ।যুবক পেশায় রাজমিস্ত্রি। একাধিক সময় বাবলুর সঙ্গে সে কাজ করেছে। এ বার পুলিশ তন্নতন্ন করে খুঁজেও তার কোনও খোঁজ পায়নি। সন্দেহভাজন সেই যুবকের শ্বশুরবাড়ি আসানসোলে। সেখানেও পুলিশ গিয়ে তল্লাশি করলেও খোঁজ মেলেনি। এরপর বাবলুর খোয়া যাওয়া মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার শিবপুর থেকে অভিযুক্ত রাজু কুমার রমানিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় রাজু খুনের কথা স্বীকার করে নেয়।