|
---|
নিজস্ব সংবাদদাতা :সামনেই শিব রাত্রি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিব মন্দির গুলিকে শিব রাত্রি উপলক্ষে সাজানো হচ্ছে। নেপালের ঐতিহ্যশালী মন্দির পশুপতিনাথ মন্দির। এই নেপালের পশুপতিনাথ মন্দিরকেও মহা শিব রাত্রি উপলক্ষে সাজানো হয়েছে। ইতিমধ্যেই সাধু ও সাধারণ মানুষদের জমায়েত হতে শুরু করেছে মন্দির চত্তরে। এবারে মোট ২৫০০ সাধুকে মহা শিব রাত্রি উপলক্ষে পশুপতিনাথ মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছে।একেবারে নতুন ভাবে সাজানো হয়েছে গোটা মন্দির। পাশপাশি আলোকসজ্জায় ঝলমল করছে মন্দির। অপূর্ব দেখাচ্ছে গোটা মন্দির ।