|
---|
নিজস্ব সংবাদদাতা :কিছুদিন আগে একটি ইংলিশ সংবাদ সংস্থা তরফ থেকে মেসিকে বর্ষসেরা ফুটবলার ঘোষণা করা হয়েছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপেকে হারিয়ে মেসি সেরার শিরোপা জিতে নেন। প্রসঙ্গত লাতিন আমেরিকার একটি সংস্থা মেসিকে লাতিন আমেরিকার বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত করেছে। বর্ষসেরা লাতিনা আমেরিকার একাদশে বেশিরভাগ স্থান পেয়েছে আর্জেন্টিনার ফুটবলাররা, ব্রাজিল থেকে নেইমার সহ আরো কয়েকজন স্থান পেয়েছেন। প্রসঙ্গত দীর্ঘ সময় অপেক্ষা করার পর মেসির হাত ধরে আর্জেন্টিনা আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মোট সাতটি গোল করেছেন বিশ্বকাপে ও তিনটি গোল করতে সাহায্য করেছেন মেসি। মেসির জাদুতে বহুদিন ধরে অধরা স্বপ্ন আবার সার্থক করতে পেরেছে আর্জেন্টিনা। এবার ফিফার বর্ষসেরা ফুটবলার ঘোষণা হওয়ার অপেক্ষায়, সেখানেও কি মেসি সেরা শিরোপা নিতে পারবে সেটা সময় বলে দেবে।