শিলিগুড়িতে খাবারের হোটেলে অগ্নিকাণ্ড , মৃত ১ব্যাক্তি

নিজস্ব সংবাদদাতা :বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি সেবক মোড় এলাকার একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে, মৃত ব্যক্তির নাম পরিমল দাস। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে গেছে , আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রে খবর।

    অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। হোটেলের ভিতরে সিলিন্ডার থাকার দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায় নি, তবে অনুমান করা হচ্ছে শট সার্কিট থেকে আগুন লাগে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র পারিষদ মানিক দে ।