|
---|
নিজস্ব সংবাদদাতা: দার্জিলিং এ শীতের শুরুটা দুর্দান্ত হয়েছে, পর্যটকরা মনের আনন্দে দিন কাটাচ্ছেন দার্জিলিং এ, রোদ কুয়াশার খেলা চললেও মাঝে মাঝেই দেখা যাচ্ছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে। সকালে থাকছে উত্তরে হাওয়ার দাপট, অবশ্য বেলা বাড়লে রোদ রাঙিয়ে দিচ্ছে শৈলরানীকে। তবে রাত্রের দিকে তাপমাত্রা আরো কমে যাচ্ছে। দার্জিলিং এর রেস্তোরা গুলিতে উপচে পড়া পর্যটকদের ভিড়, দিদার বিক্রি হচ্ছে চা , কফি । তার মধ্যে শুরু হয়েছে ঘুম ফেস্টিভ্যাল, সেই কারণে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন । আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।