|
---|
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর : মেদিনীপুর শহরের ‘সুভাষনগর সাংস্কৃতিক মঞ্চ’র উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী রবীন্দ্র স্মরণ ও কবি প্রনাম অনুষ্ঠান। ২৫ শে বৈশাখ কবির প্রতিকৃতিতে মাল্যদান, সংগীত পরিবেশন সহ প্রভাতফেরিতে এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন। পরদিন ২৬ শে বৈশাখ সান্ধ্যকালীন অনুষ্ঠানে, সংগীত, আবৃত্তি,নৃত্য, যন্ত্রসংগীত, ছোটদের ও বড়দের নাটক পরিবেশিত হয়। এলাকার কচিকাঁচা থেকে শুরু করে বড়রা মিলিয়ে জনা চল্লিশেক শিল্পী অংশ নেন।
বিশিষ্ট অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সর্বানী হালদার, অধ্যাপিকা নীলাঞ্জনা চক্রবর্তী এবং এলাকার বরিষ্ঠ নাগরিক দুর্গেশ ভট্টাচার্য প্রমুখ।সংগীত শিল্পী সর্বানী হালদার, প্রলয় বিশ্বাস, মহুয়া দাসমাল, সোমা মারিক এবং বাচিক শিল্পী অজন্তা রায়সহ অন্যান্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। শতাধিক দর্শক এই মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন।