|
---|
মালদা: আজ সকালে মালদার চাঁচোলের কলি গ্রামের একটি ডোবা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল চাচল থানার পুলিশ। চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জবাই দাস (৫০) তার বাড়ি তেলেন পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রচন্ড হারে নেশা করার ফলে সে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান চাঁচল থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই।