|
---|
সেখ সামসুদ্দিন : তালপাতা এভারগ্রীন ক্লাবের পরিচালনায় এবং শ্রী সারদা কল্যাণ খড়দার সহযোগিতায় আজ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মেমারি পৌরসভার সহ প্রশাসক তথা তালপাতা এভারগ্রীন ক্লাবের প্রেসিডেন্ট সুপ্রিয় সামন্ত। অনুষ্ঠানের শুরুতেই শ্রী সারদা কল্যাণের সম্পাদিকা লেখনী সিংহ রায় আগত বিবেকানন্দ- এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য রাখেন। কোভিড-১৯ এর সমস্ত নিয়মাবলী মেনেই শিবিরে উপস্থিত হয়েছিলেন অনেক মানুষ। প্রত্যেকের শিবিরে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা এবং হাত স্যানিটাইজ করা হয়। আজকের শিবিরে ৫৮ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় অভিজ্ঞ ডাক্তারের দ্বারা। তার মধ্যে ৪ জনের চোখে ছানি থাকার জন্য আগামী মাসে কলকাতার সুশ্রুতে বিনামূল্যে অপারেশন করা হবে। ২৬ জনকে নূন্যতম মূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও ৫০ জন দরিদ্র মানুষকে কম্বল এবং ১০ জন মানুষকে মশারী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, মেমারি ১ ও ২ তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক সহ শ্রীশ্রীরামকৃষ্ণদেব ও শ্রী মা সারদা অনুরাগী শিক্ষক শিক্ষিকা ও ক্লাব সদস্যবৃন্দ।