বিজয়া রাজে সিন্ধিয়ার জন্মদিন উপলক্ষে ১০০ টাকার কয়েন জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নতুন গতি ওয়েব ডেস্ক : শুক্রবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ১০০ টাকার কয়েন জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদি এই কয়েন বিজয়া রাজে সিন্ধিয়ার সম্মানে জারি করেছেন ৷ বিজয়া রাজে সিন্ধিয়া গোয়ালিয়ারের রাজমাতা হিসেবে পরিচিত ৷ তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী প্রকাশ করলেন তাঁর নামাঙ্কিত ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা। ৷ অর্থমন্ত্রকের তরফে এই কয়েন তৈরি করা হয়েছে ৷ কয়েন উদ্বোধনের সময় অনুষ্ঠানে সিন্ধিয়ার পরিবারের পাশাপাশি দেশের অন্যান্য জায়গা থেকেও মানুষ যোগ দিয়েছিলেন ৷

     

    কয়েনের দুই দিক বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে ৷ একদিকে রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়ার ছবি রয়েছে ৷ উপরে লেখা রয়েছে ‘শ্রীমতি বিজয়া রাজে সিন্ধিয়ার জন্ম শতাবর্ষ’ ৷ নীচের দিকে ইংরেজিতে লেখা রয়েছে ৷ কয়েনের এই দিকে জন্মের সাল ১৯১৯ লেখা রয়েছে ৷ অন্যদিকে ইংরেজিতে ভারত লেখা রয়েছে ৷ রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন ৷ এর নীচে ১০০ টাকা লেখা রয়েছে ৷

     

    গোয়ালিয়ারে জনসংঘের ও ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা ছিলেন বিজয়া রাজে ৷ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ও মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া তাঁর মেয়ে ৷ রাজ্যসভার সদস্য জ্যোতিপ্রিয় সিন্ধিয়া তাঁর নাতি হন ৷ কয়েনটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন বসুন্ধরা রাজে ৷