|
---|
মোহাম্মদ আরেফুল,পূর্ব মেদিনীপুর: পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ ফতেপুর শাখার উদোগ্যে বিশিষ্ট সমাজ সেবী তথা ডাক্তার কাফিল খানের নিঃশর্ত মুক্তি দাবিতে অবস্থান বিক্ষোব। এই সভায় উপস্থিত ছিলেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ, প্রত্যেকের একটি দাবি মানবিক ডাঃ কাফিল খানের নিঃশর্ত মুক্তি চাই। কাফিল খানকে মিথ্যা মামলাই ফাঁসানো হয়েছে, এই শাখার সম্পাদক বলেন এমন কি তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, কেন্দ্র সরকার দ্বিচারিতা করছে।
ইচ্ছা কৃত ভাবে হিংসা পরায়ন ভাবে সরকার চলছে, এই ভাবে মুক্ত কন্ঠ কে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করছে, এর আগে গোবিন্দ পানসারে। নরেন্দ্র দাভল কর গৌরি লঙ্কেশ হত্যা করে ছিল, আমারা আর স্বাধীন মুক্ত কন্ঠ হারাতে চাই না, এর পরবর্তী সময়ে বৃহতর আন্দোলনে নামব সংগঠনের গঠনতন্ত্র মেনে তাই আমাদের প্রতিবাদে ।এই সভাই উপস্থিত ছিলেন শাখার সভাপতি সহ বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিজ্ঞান প্রেমি মুক্ত কন্ঠের মানুষ জন।