পথশ্রী প্রকল্পের মাধ্যমে নির্মীয়মান রাস্তার শুভ উদ্বোধনে উপস্থিত রায়দিঘীর বিধায়ক

মথরাপুর২:Md.Nuruddin; পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় নতুন সড়ক নির্মাণ এবং সংস্কারের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

    চালু হয়েছে পথশ্রী প্রকল্প, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পথশ্রী প্রকল্পের মাধ্যমে রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের করালীরচক বিক্রমপাড়া স্নানের ঘাট হইতে জুমার ঘেরী F.P. স্কুল পর্যন্ত নির্মীয়মাণ রাস্তার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা মহাশয়।

    এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী আজ রায়দিঘী বিধানসভা মথরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের করলিরচক এলাকায় নির্মীয়মান রাস্তার শুভ উদ্বোধন হলো,

    রাস্তাশ্রী প্রকল্প চালু হওয়ার পরেই গ্রামেগঞ্জে অসম্পূর্ণ রাস্তা গুলি সংস্কারের কাজ চলছে। রায়দিঘী অঞ্চলের মানুষের কোন বিকল্প পথ ছিল না, মূল রাস্তাটি বিভিন্ন পরিবহনের কারণে দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ হয়ে পড়েছিল, সাধারণ মানুষ বিধায়কের কাছে একটি বিকল্প রাস্তার দাবি করেছিলেন, সেই মোতাবেক এই রাস্তাটি হওয়ার ফলে সম্ভবতই এলাকাবাসী অনেকটা উপকৃত হবেন বলে আশাবাদী বিধায়ক ডাঃ অলক জলদাতার, এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা, উপস্থিত ছিলেন রায়দিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

    এই উদ্বোধনী সভায় উপস্থিত হয়ে রায়দিঘীর বিধায়ক বলেন, আমরা বরাবরই বলে এসেছি আমরা মানুষের সাথে আছি পাশে আছি রায়দিঘী বিধানসভা জুড়ে উন্নয়ন চলছে আর চলবে। রায়দিঘী অঞ্চলের সাধারণ মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তাটি, বিধায়ক হওয়ার সময় আমি সাধারণ মানুষকে দাবী করেছিলাম এ রাস্তাটি অতি অবশ্যই করে দেব। তাই আজ কথা রাখার পালা। রায়দিঘী বিধানসভা জুড়ে যেখানে যা সমস্যা আছে আগামী দিনে আরো কাজের মাধ্যমে সেগুলি পূরণ করা হবে বলে দাবি বিধায়কের।

     

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিন এর রিপোর্ট নতুন গতি