পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল বিতর্কে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলবার রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মুখ খুললেন ৯ই মার্চ পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল আছড়ে পড়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্ক নিয়ে।

    তিনি বললেন “৯ মার্চ দুর্ভাগ্যজনক ভাবে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাক্রমে আছড়ে পড়েছে। একেবারেই রুটিন পরীক্ষা চালানোর সময় এই ঘটনা ঘটেছে। পরে আমরা জানতে পেরেছি ওটা পাকিস্তানে গিয়ে পড়েছে।”

    তিনি আরো জানান “আমি কক্ষকে জানাতে চাই, সরকার এই ঘটনাটিকে যথেষ্ট গুরত্ব সহকারে দেখছে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্ত থেকেই ওই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। সৌভাগ্যক্রমে, ওই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার দুর্ঘটনায় কোনও ক্ষতি হয়নি।” তবে সেই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত বিশ্বস্ত এবং নিরাপদ।